মহিলাদের পারফিউম ব্যবহার করে বাহিরে সালাত আদায়
প্রশ্ন : কোনো কর্মজীবী মহিলা যদি পারফিউম মেখে কর্মক্ষেত্রে যায় এবং সেখানে সে ওয়াক্তের নামাজ আদায় করে, সে অবস্থায় কি তার নামাজ কবুল হবে?
------------------------
উত্তর :
কোনো নারী যদি পারফিউম/সেন্ট/
বডি স্প্রে দিয়ে বাইরে যায় আর তার সুগন্ধি মানুষেরা পায়, তাহলে সে ব্যভিচারিণী বলে গণ্য হবে। (নাউযুবিল্লাহ)!
!
রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ *“কোন নারী সুগন্ধি মেখে কোন সম্প্রদায়ের নিকট দিয়ে যদি এ জন্য অতিক্রম করে যে তারা তার কাছ থেকে সুঘ্রাণ লাভ করবে, তাহলে সে ব্যভিচারিণী।”*
[আবু দাউদঃ ৪/৭৯; তিরমিযীঃ ৫/১০৬;নাসাঈঃ ৮/১৫৩]
কোনো নারী যদি সুগন্ধি মেখে মসজিদে যায় নামায পড়ার জন্য তাহলে তার নামায কবুল হবে না।
রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন: “আল্লাহ সেই স্ত্রীলোকের নামায কবুল করেন না, যে সুগন্ধি মেখে তার ঘ্রাণ বাতাসে ছড়িয়ে মসজিদের উদ্দেশ্যে বের হয়, যে পর্যন্ত না সে ঘরে ফিরে আসে ও গোসল করে।”
[বাইহাকীঃ ৩/২৪৫; আলবানী, জিলবাবঃ ১৩৮]
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেন:
ﻻ ﺗُﻘﺒَﻞُ ﺻﻼﺓٌ ﻻﻣﺮَﺃﺓٍ ﺗﻄﻴَّﺒَﺖ ﻟﻬﺬﺍ ﺍﻟﻤﺴﺠﺪِ ، ﺣﺘَّﻰ ﺗﺮﺟﻊَ ﻓﺘﻐﺘﺴِﻞَ ﻏُﺴﻠﻬﺎ ﻣﻦ ﺍﻟﺠﻨﺎﺑﺔِ
কোন মহিলা সুগন্ধি মেখে এই মসজিদে এসে সালাত আদায় করলে তার সালাত কবুল হবে না যতক্ষণ না সে বাড়িতে ফিরে গিয়ে নাপাকীর গোসলের মত করে গোসল করে।* (সহীহ আবু দাউদ, হাদীস ৪১৭৪, সহীহুল জামে, হা/৭৩৮৫)
কোনো মহিলা সুগন্ধি মেখে মসজিদে এসে সালাত আদায় করলে যদি তার সালাত কবুল না হয় তাহলে কর্মক্ষেত্রে তা কিভাবে আশা করা যায়?
আল্লাহ ক্ষমা করুন।
উত্তর দিয়েছেন শাইখ Abdullahil Hadi

Post a Comment