ফযরের নামায দেরীতে পড়লে কি তা শুদ্ধ হবে?



*প্রশ্নঃ* ফযরের নামায আমি ভোরে আদায় করতে পারিনা। সকাল ৭টা-৮টায় নামায পড়লে নামায কি শুদ্ধ হবে? যোহরের নামাযের সময় কতক্ষণ পর্যন্ত থাকে?

*উত্তরঃ* অবশ্যই সলাত আপনাকে সময়মতো আদায় করতে হবে এবং সেজন্য চেষ্টা করতে হবে। আপনি দুনিয়ার যে কাজগুলো করেন সেগুলো ঠিকমতোই করেন। সেগুলোতে আপনি ঠিকই সময় মেইনটেইন করেন। অফিসে যখন আপনি যান তখন সময় মেইনটেইন করেন, আপনি যখন বিমানবন্দরে যান তখন বিমানের শিডিউল যেটি রয়েছে সেটি মেইনটেইন করেন। যদি রাত তিনটায় ফ্লাইট হয় তাহলেও দুনিয়ার কেউ একথা বলেনা যে, রাত তিনটায় যেহেতু বিমান আমি যাবনা এই বিমানে। এধরনের কথা কেউ বলেনা, বরং সবাই শিডিউল মেইনটেইন করে। যখন প্রয়োজন দেখা দেয় তখন সবাই শিডিউল মেইনটেইন করে। কিন্তু আপনি আমার আল্লাহ্ রাব্বুল 'আলামীনের শিডিউল মেইনটেইন করবেন না, আপনি সেটা নিয়ে উপহাস করবেন, আপনি বলবেন যে আমার সলাত হবে কিনা;
না, এটি একেবারেই বিভ্রান্তিকর বক্তব্য এবং ধৃষ্টতা। এ ধরণের বক্তব্য কেউ যেন না দেন, তাহলে তিনি ঈমান হারা হয়ে যেতে পারেন। বরং শাইখ মুহাম্মাদ সালেহ আল উসাইমীন (রহিমাহুল্লাহ্) তার ফাতাওয়ার মধ্যে বলেছেন, যদি কেউ এই চিন্তা করে যে আমি ফযরের সলাত নিয়মিত পড়বো না, ৭টা-৮টার দিকে উঠবো এবং ৭টা-৮টায় পড়বো এ চিন্তা করে যদি কোনো ব্যক্তি ঘুমান এবং ঘুমের মধ্যে যদি তার মৃত্যু হয়ে যায় তাহলে তার কুফুরীর অবস্থায় মৃত্যু হল। কারণ, তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আল্লাহ্ রাব্বুল 'আলামীনের 'ইবাদত করবে না। সুতরাং এ ধরণের চিন্তা যেন কারো মধ্যে না থাকে। তাহলে কিন্তু তার মৃত্যুই কুফুরীর অবস্থায় হয়ে যাবে। এটি হল মূলকথা। এর সাথে একটি কথা যোগ হবে সেটি হচ্ছে, আল্লাহর কোনো বান্দা যদি ঘুমিয়ে যান এবং ঘুমের কারণে তিনি উঠতে পারেননি, ঘুমের কারণে সলাত মিস হয়ে যায় তখন তিনি ঘুম থেকে উঠার পরেই সলাত আদায় করে নিবেন। এটি রাসূলুল্লাহ ﷺ এর সহীহ্ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ ﷺ বলেন,

*من نام عن الصلاة أو نسيها فليصلها إذا ذكرها*

"যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি সলাত থেকে ঘুমিয়ে পড়বে অথবা সলাতের কথা কোনো কারণে ভুলে যাবে তাহলে যখনই তার স্মরণ আসবে তখনই তিনি সলাত আদায় করে নিবে।"

এই বিধান শুধুমাত্র এজন্য এই দুইটি কারণে দেয়া হয়েছে কারণ, ঘুম এবং বিস্মৃতি মানুষের নিয়ন্ত্রণে নেই। মানুষ অনেক জিনিসই ভুলে যায়। এটি মানুষের ক্ষমতা এবং নিয়ন্ত্রণের বাইরে। তাই যদি কোনো ব্যক্তি এই অবস্থায় পতিত হয় তাহলে যখনই তার স্মরণ হবে তখনই তিনি সলাত আদায় করবেন। তবে কোনোভাবেই আপনি এটাকে শিডিউল করে নিবেন বা নিয়মিত করে নিবেন যে আপনি সময়মতো সলাত আদায় করবেন না ৭টা-৮টায় আদায় করবেন; এটি আপনার জন্য বৈধ হবেনা।

*যোহরের সলাতের ওয়াক্তঃ* কোনো একটি বস্তুর ছায়া তার সমপরিমাণ হয়ে যাওয়া পর্যন্ত যোহরের সলাতের ওয়াক্ত থাকে। এক ছায়া পরিমাণ হয়ে গেলে যোহরের ওয়াক্ত শেষ হয়ে গেল এবং আসরের ওয়াক্ত প্রবেশ করলো। এই মাস'আলার মধ্যে আলিমদের মতপার্থক্য রয়েছে, তবে এটিই বিশুদ্ধ বক্তব্য। এই মর্মে রাসূলুল্লাহ্ ﷺ এর অসংখ্য সহীহ্ হাসিস সাব্যস্ত হয়েছে। এটিকে হিসাব করলে আমরা দেখবো যে বর্তমান সময়ে যোহরের ওয়াক্ত ৩ঃ২১ বা ৩ঃ২৫ পর্যন্ত থাকে। এটি ঋতুর পরিবর্তনের কারণে ভেরি করে। শীতের সময় এক অবস্থা, গরমের সময় এক অবস্থা থাকে। সুতরাং এটাকে ফিক্সড করার কোনো সুযোগ নেই। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই মোটামুটি ৩ ঘন্টা থেকে সোয়া ৩ ঘন্টা সময় পর্যন্ত যোহরের ওয়াক্ত থেকে যায়।

*উত্তর প্রদানে, শাইখ ড. মুহাম্মাদ সাইফুল্লাহ্ (হাফিযাহুল্লাহ্)*

*এনটিভির আপনার জিজ্ঞাসা প্রোগ্রাম থেকে নেয়া।*

পুরো প্রোগ্রামটি দেখতে ভিজিট করুন
https://youtube.com/watch?v=aaZAIIkOW2k

Post a Comment

[blogger][facebook][disqus]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget