সর্বোত্তম দুআ কুনুত
-------------------
প্রশ্ন: দুআ কুনুতের সর্বোত্তম দুআ কোনটি?
উত্তর:
বিতির সালাতে দুআয়ে কুনুত হিসেবে পড়ার জন্য হাসান বিন আলী রা. ইবনে আব্বাস রা. প্রমূখ সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে যে দুআটি সহীহ সনদে বর্ণিত হয়েছে তা হল:
اَللَّهُمَّ اهْدِنَا فِيمَنْ هَدَيْتَ، وَعَافِنَا فِيمَنْ عَافَيْتَ، وَتَوَلَّنَا فِيمَنْ تَوَلَّيْتَ، وَبَارِكْ لَنَا فِيمَا أَعْطَيْتَ، وَقِنَا شَرَّ مَا قَضَيْتَ، إِنَّكَ تَقْضِي وَلاَ يُقْضَى عَلَيْكَ، وَإِنَّهُ لاَ يَذِلُّ مَنْ وَالَيْتَ،وَلا يَعزُّ مَن عَادَيتَ, تَبَارَكْتَ ربَّنَا وَتَعَالَيْتَ
অর্থ: ‘হে আল্লাহ! তুমি যাদেরকে হেদায়েত করেছ, আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত কর। তুমি যাদেরকে নিরাপদ রেখেছ আমাদেরকে তাদের দলভুক্ত কর। তুমি যাদের অভিভাবকত্ব গ্রহণ করেছ, আমাদেরকে তাদের দলভুক্ত করো। তুমি আমাদেরকে যা দিয়েছ তাতে বরকত দাও। তুমি যে অমঙ্গল নির্দিষ্ট করেছ তা হতে আমাদেরকে রক্ষা করো। কারণ তুমিই তো ফয়সালা কর। তোমার ওপরে তো কেউ ফয়সালা করার নেই। তুমি যার অভিভাবকত্ব গ্রহণ করেছ, সে কোনো দিন অপমানিত হবে না এবং তুমি যার সাথে শত্রুতা করেছ, সে কখনো সম্মানিত হতে পাবে না। হে আমাদের রব! তুমি বরকতময় ও সুমহান।’[তিরমিযী : ৪২৬।, ইরওয়াউল গালীল গ্রন্থে (হা/ ৪২৯), শাইখ আলবানী এটিকে সহীহ বলেছেন ]
তবে নিম্নোক্ত দুআটিও পড়া জায়েয আছে:
للهُمَّ إنَّا نَستعينُكَ ونستغفِرُكَ ونُثني عليكَ ولا نَكفُرُكَ ونخلَعُ ونترُكُ مَن يفجُرُكَ اللهُمَّ إيَّاكَ نَعبُدُ ولكَ نُصلِّي ونَسجُدُ ولكَ نسعَى ونحفِدُ نَخشَى عذابَكَ الجِدَّ ونَرجو رحمتَكَ إنَّ عذابَكَ بالكُفَّارِ مُلحِقٌ
আল্লাহুম্মা ইন্না নাসতাঈনুকা.....এ দুআটি উমর রা. এর পঠিত দুআ হিসেবে বিশুদ্ধ সনদে সুনান বায়হাকীতে বর্ণিত হয়েছে। তবে এটি মারফূ তথা রাসুল সা. এর দুআ নয় বরং মাউকুফ তথা উমর ইবনুল খাত্তাব কর্তৃক পঠিত দুআ।
বিতির সালাতের শেষ রাকাআতে রুকুতে যাওয়া পূর্বে অথবা রুকু থেকে উঠার পর মুনাজাতের ভঙ্গীতে দু হাত উত্তোলন করে দুআ কুনুত হিসেবে যে কোন দুআই পাঠ করা যায়। তবে উপরোল্লেখিত ১ম দুআটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বিশুদ্ধ মারফু সূত্রে বর্ণিত হওয়ায় সেটি সর্বাধিক উত্তম। কিন্তু পরবর্তী দুআটিও পাঠ করা বৈধ। সেই সাথে আরও অন্য যত দুআ জানা আছে সবই দুআ কুনুতে পাঠ করা যাবে। এমন কি নিজের ভাষায় দুআ করতেও কোন আপত্তি নাই ইনশাআল্লাহ।
আল্লাহু আলাম।
✒✒✒✒✒✒
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব
https://web.facebook.com/Guidance2TheRightPath/photos/a.251877328565153/554105455009004/?type=3&theater

Post a Comment