কুরআনুল কারীম – বাংলা তাফসীর


 

কুরআনুল কারীম – বাংলা তাফসীর (দারুস সালাম প্রকাশনী)

সৌদি আরবের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রকাশনা প্রতিষ্ঠান “দারুস সালাম” প্রকাশ করেছে এই কুরআনুল কারীম। এর তরজমা দারুস সালামের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন। অনুবাদ করেছেন বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মুহাম্মাদ মুজিবুর রহমান। বইটির পিডিএফ করেছে QuranerAlo.com। এই তরজমার বিশেষত্ব হচ্ছে:


বইটি তরজমায় ত্রুটি-বিচ্যুতির ব্যপারে গবেষক মন্ডলীর পরামর্শ নেয়া হয়েছে।

তাফসীর ইবনে কাসীর থেকে তরজমার অংশটি নেয়া হয়েছে।

এই কুরআনে ডান দিকে বড় অক্ষরে আরবি (persian script) লেখা হয়েছে, বাম দিকে বাংলা সহজ সরল অনুবাদ, এবং নিচে আয়াতের ব্যাখ্যা দেওয়া হয়েছে।

কুরাআনের অর্থ অনুধাবনের জন্য প্রয়োজনীয় ক্ষেত্রে সহীহ হাদীসের অনুবাদের মাধ্যমের টীকা সংযোজন করা হয়েছে। অধিকাংশ হাদীস সহীহ বুখারী থেকে নেয়া হয়েছে। মূল আরবি গ্রন্থ থেকে এই হাদীস সমূহ অনুবাদ করা হয়েছে।

বাংলা ভাষাভাষী সকল পর্যায়ে মুসলমান ভাইদের কুরআন বুঝে পড়ার আগ্রহের দিকে লক্ষ রেখে তরজমা সহজ, প্রাঞ্জল ও বোধগম্য করআর চেষ্টা করা হয়েছে, যাতে তিলাওয়াতের সাথে সাথে কুরআন মাজিদের অর্থও বুঝতে পারেন।



Bangla_Quran_(DarusSalam).pdf 26.92 MB





Post a Comment

[blogger][facebook][disqus]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget