ফেসবুক ও অন্যান্য ওয়েবসাইটের বিজ্ঞাপন ব্লক করুন

ফেসবুক ও অন্যান্য ওয়েবসাইটের বিজ্ঞাপন ব্লক করুন বিশেষ করে ফেইসবুকের এডগুলোর Google Chrome, Safari, Opera islamicdawah @islamicdawah #islamicdawah

 



ফেসবুক ও অন্যান্য ওয়েবসাইটের বিজ্ঞাপন ব্লক করুন


আজকাল ইন্টারনেটের এডগুলো যথেষ্ট আপত্তিকর হয়ে গেছে, বিশেষ করে ফেইসবুকের এডগুলোর দিকে আর তাকানো যায় না। আপনারা যদি Google Chrome, Safari, Opera ব্যবহার করেন, তাহলে এটি ইন্সটল করে নিন—

https://getadblock.com/en/


সব এড গায়েব হয়ে যাবে, ইন্টারনেট অনেকখানি পবিত্র হয়ে যাবে। এছাড়াও আপনার ইন্টারনেট-এর ব্যান্ডউইথ খরচ কমে যাবে, ওয়েবসাইটগুলো আগের থেকে দ্রুত লোড হবে, কম্পিউটারের প্রসেসিং পাওয়ার কম খরচ হবে, কম গরম হবে এবং ল্যাপটপ ব্যাটারিতে আরও বেশি সময় চলবে। কারণ এডগুলো শুধু বাড়তি ব্যান্ডউইথই খায় না, একই সাথে বাড়তি সিপিইউ খরচ করতে থাকে।

Google Chrome ব্যবহারকারীরা এটি ইন্সটল করুন—

https://chrome.google.com/webstore/detail/adblock-%E2%80%94-best-ad-blocker/gighmmpiobklfepjocnamgkkbiglidom

Firefox ব্যবহারকারীরা এটি ইন্সটল করুন—

http:/addons.mozilla.org/en-US/firefox/addon/adblock-plus/

Post a Comment

[blogger][facebook][disqus]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget