সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করতে হবে।

সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করতে হবে। সূর্য অস্ত যাওয়ার ৩ মিনিট পর যখন আযান দেয়া হয় তখন ইফতার করা সুন্নাহ বিরোধী।

সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করতে হবে। সূর্য অস্ত যাওয়ার ৩ মিনিট পর যখন আযান দেয়া হয় তখন ইফতার করা সুন্নাহ বিরোধী।






ইসলামী ফাউন্ডেশনের ধোঁকাবাজি!
এই আধুনিক যুগে ৩ মিনিট বাড়ানো কমানো অধিকার কে দিয়েছে?
আলহামদুলিল্লাহ!
আসছে রমাদান মাস মুসলিম জাতির জন্য অত্যন্ত একটি পবিত্র মাস। তাইতো বছর ঘুরে আবারও আসছে এ মাসটি। ১৪৪৫ হিজরি অর্থাৎ ইংরেজি ২০২৪ সালের রমাদান মাসের সাহরী ও ইফতারের সময়সূচি গতকাল শনিবার প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ১১ মার্চ(সম্ভাব্য) থেকে শুরু হবে রমাদান শুরু। তবে প্রথম সিয়াম চাঁদ দেখার ওপর নির্ভরশীল।
ইসলামী ফাউন্ডেশন ইসলামের ভিতর সংযোজন বিয়োজন করতে করতে তারা ইফতারি সময়কে তাদের মনগড়া সময়সূচী নির্ধারণ করেছেন। এই আধুনিক যুগে সূর্যাস্তের তিন মিনিট সতর্কতামূলক সময়সূচি নির্ধারণ করা হয়েছে! যা সহীহ হাদিস বিরোধী আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করতে হবে। সূর্য অস্ত যাওয়ার ৩ মিনিট পর যখন আযান দেয়া হয় তখন ইফতার করা সুন্নাহ বিরোধী। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সহীহ্ হাদিস মুসলিম জাতির জন্য সংবিধান।
ইফতার কখন করতে হবে তা জানার জন্য নীচের হাদিস গুলো লক্ষ্য করুনঃ
১). সাহল ইবনু সা’দ (রা.) হতে বর্ণিত যে, আল্লাহর রসূল (ছাঃ) বলেছেনঃ “লোকেরা যতদিন শীঘ্র ইফতার করবে, ততদিন তারা কল্যাণের উপর থাকবে।” –সহীহ বুখারী (হা/১৯৫৭: তাওহীদ প্রকাশনী) এবং সহীহ মুসলিম (হা/২৪৪৪: হাদীস একাডেমী); (ইসলামী ফাউন্ডেশন ২৪২১, ইসলামীক সেন্টার ২৪২০)
অর্থাৎ আমরা যদি কল্যাণের উপর থাকতে চাই, তবে শীঘ্রই ইফতার করতে হবে। যদি অন্যভাবে বলি, তাহলে বলা যায়, অকল্যাণ অবধারিত যদি আমরা ইফতার দেরিতে করি!
এখন, শীঘ্র ইফতার করতে হবে, সেটি তো বুঝলাম কিন্তু সময়টি কখন? সে সময় কি সূর্য অস্ত যাওয়ার ৩ মিনিট পর? অবশ্যই না। কারণ, আবূ সা’ঈদ খুদরী (রা.) সূর্য এর গোলাকার বৃত্ত অদৃশ্য হওয়ার সাথে সাথেই ইফতার করতেন।
(দেখুন-সহীহ বুখারীঃ পর্ব (৩০): সাওম; ৩০/৪৩. অধ্যায়: সায়িমের জন্য কখন ইফতার করা বৈধ)
২). আল্লাহর রসূল (ছাঃ)বলেছেন :—
لا يزال الدين ظاهرا ما عجل الناس الفطر، لأن اليهود والنصارى يؤخرونه. رواه أبو داود
যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে ততদিন দ্বীন বিজয়ী থাকবে। কেননা ইহুদি ও খ্রিস্টানরা ইফতার করে দেরি করে। বর্ণনায় : সুনান আবু দাউদ (তাহকিককৃত) / অধ্যায়ঃ ৮/ সওম (রোযা) (كتاب الصوم) / (হা/ ২৩৫৩)।
৩). হাদিসে আরো এসেছে –
আবু দারদা রা. বলেন : তিনটি বিষয় নবী চরিত্রের অংশ : তাড়াতাড়ি ইফতার করে ফেলা, দেরি করে সেহরি খাওয়া ও ছালাতে দাঁড়িয়ে ডান হাত বাম হাতের উপর রাখা। বর্ণনায় : তাবরানী।
৪). আমর ইবনে মায়মুন আওদী বলেন,
রাসূলুল্লাহ ছা.-এর সাহাবিরা সকলের চেয়ে তাড়াতাড়ি ইফতার করতেন ও সকলের চেয়ে দেরিতে সেহরি খেতেন। বর্ণনায় : মুসান্নাফ আব্দুর রাজ্জাক
ইফতারের সময় সম্পর্কে আরো দুটি হাদীসঃ
৫). উমার ইবনু খাত্তাব (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রসূল (ছা.) বলেছেনঃ “যখন রাত্র সেদিক হতে ঘনিয়ে আসে ও দিন এ দিক হতে চলে যায় এবং সূর্য ডুবে যায়, তখন সায়িম( রোজাদার) ইফতার করবে।” –সহীহ বুখারী (হা/১৯৫৪: তাওহীদ প্রকাশনী) এবং সহীহ মুসলিম (হা/২৪৪৮: হাদীস একাডেমী); (ইসলামিক ফাউন্ডেশন ২৪২৫, ইসলামীক সেন্টার ২৪২৪)
৭). আবূ আত্বিয়্যাহ (রহ.) সূত্রে বর্ণিত। তিনি বলেন, একদা আমি ও মাসরূক (রহ.) আয়িশাহ (রা.) এর নিকট গিয়ে বলি, হে উম্মুল মুমিনীন! মুহাম্মদ (ছা.) এর দুইজন সাহাবীর একজন সূর্যাস্তের সাথে সাথে ইফতার করেন এবং খুব তাড়াতাড়ি (মাগরিবের) ছালাত আদায় করে নেন। আর দ্বিতীয়জন বিলম্বে ইফতার করেন এবং ছালাতও বিলম্বে আদায় করেন। তিনি বললেন, তাদের মধ্যে কে ইফতার অনতিবিলম্বে করেন এবং ছালাতও তাড়াতাড়ি আদায় করেন? আমরা বললাম, তিনি হচ্ছেন ‘আবদুল্লাহ ইবনু মাস’উদ (রা.)। তিনি বলেন, রসূলুল্লাহ (ছা.) এরুপই করতেন।”
–আবূ দাউদ (হা/২৩৫৪: সহীহ- আলবানী প্রকাশনী)
আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালা কোরআনে বলেন,
আল্লাহ্‌ এবং তাঁর রাসূল কোন বিষয় ফায়সালা করলে কোন ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীর সে বিষয়ে ভিন্নমত পোষণ করার কোন অধিকার নেই। যে ব্যক্তি আল্লাহ্‌ ও তাঁর রাসূলের আদেশ অমান্য করবে, সে প্রকাশ্য পথভ্রষ্টতায় পতিত হবে।”
(সূরা আহযাবঃ আয়াত ৩৬)
তাই, ইফতারের আদব হল সূর্যাস্ত মাত্রই তাড়াতাড়ি ইফতার করা কেননা ইহুদি ও খ্রিস্টানরা ইফতারিতে দেরি করে। তাই, প্রত্যেক মুসলমানের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ ছাঃ এর আদেশ মেনে ইফতার করা আর এই ক্ষেত্রে আযান দেয়া হউক বা না হউক তাতে কিছু যায় আসে না।
দৈনিক সঠিক ইফতার ও সূর্য অস্তের সময় জানতে –
Google এ Sunset today লিখে সার্চ দিলেই আপনি পৃথিবীর যে কোন প্রান্তে থাকেন না কেন, সেই দিনের ইফতারির সময়সূচী Google আপনাকে জানিয়ে দিবে।



ইফতারের সম্পর্ক হল সূর্যাস্তের সাথে তাই যেই সকল মুয়াযযেন আযান দিবে তাদের কে সূর্যাস্তের সময়টা ভাল করে জেনে নিতে হবে। আর যারা রামাদানের ক্যালেন্ডার ছাপায় আর ৩ মিনিট দেরি করে ইফতারের সময় দেয়, তার নিঃসন্ধেহে গুনাহের কাজে লিপ্ত আছেন। আর এই জন্য তাদের কে হাশরের মাঠে জবাবদিহিতা করতে হবে। তখন তারা রাসুল (ছাঃ) এর এই আদেশ অমান্য করার জন্য কি জবাব দিবে ???



Post a Comment

[blogger][facebook][disqus]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget