ইফতার সূর্য ডোবার সাথে সাথে করতে হবে? | ইফতারের সঠিক সময় কি ভাবে দেখবেন |




 ইফতার সূর্য ডোবার সাথে সাথে করতে হবে? | ইফতারের সঠিক সময়



সর্বপ্রথম আগে উপর থেকে নিচের দিকে টান দেবেন।



উপর থেকে Location চালু করে নিবেন।
দৈনিক সঠিক ইফতার ও সূর্য অস্তের সময় জানতে –
Google এ Sunset today লিখে সার্চ দিলেই আপনি পৃথিবীর যে কোন প্রান্তে থাকেন না কেন, সেই দিনের ইফতারির সময়সূচী Google আপনাকে জানিয়ে দিবে।




সূর্য অস্ত যাওয়ার ৩ মিনিট পর যখন আযান দেয়া হয় তখন ইফতার করা সুন্নাহ বিরোধী এখানে হাদিসের রেফারেন্স দেয়া আছে Click করুন।


Salatuk Apps Link




আবার Apps মাধ্যমে ও দেখতে পারবেন



তারপর Play Story Open করবেন।



Search Option যাবেন ।



Salatuk লিখে Search দিবেন।



তারপর এখান থেকে install করবেন।



তারপর Open করবেন।



While using the app ক্লিক করবেন।



তারপর English ক্লিক করবেন।



তারপর নিচে এখানে Automatic Location নিয়ে নেবে।



Location আসার পরে এখানে ক্লিক করবেন।



Enable ক্লিক করবেন।



Other permissions ক্লিক করবেন।



Show on lock screen ক্লিক করবেন।



Always allow করে দিবেন।



Enable ক্লিক করবেন।



Salatuk Enable  করবেন।



I agree to the teams and conditions ক্লিক করবেন।



Proceed ক্লিক করবেন।



উপরের থ্রি ডট ক্লিক করবেন।



Settings ক্লিক করবেন।



Prayer times calculation ক্লিক করবেন।



Default settings ক্লিক করবেন।



Al-Asr juristic method ক্লিক করবেন।



Shafi/Maliki/Hanbali ক্লিক করবেন।



নিচে থ্রি ডট ক্লিক করবেন।



তারপর এখানে মাগরিবে সময় দেখতে পারবেন।


না বুঝলে এখানে Click করে ভিডিও টা দেখেন

Post a Comment

[blogger][facebook][disqus]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget