প্রতিমাসে ৩ দিন সিয়াম সারা বছর সিয়াম পালনের সমান! আয়্যামে বীজের রোজা

প্রতিমাসে ৩ দিন সিয়াম সারা বছর সিয়াম পালনের সমান!  আয়্যামে বীজের রোজা অত্যন্ত সওয়াবের একটি আমল। 







✪✪ প্রতিমাসে ৩ দিন সিয়াম সারা বছর সিয়াম পালনের সমান,

সিয়ামের প্রতিদান, বিরতি দিয়ে যে কোনোদিন রাখা যায়, চাঁদের ১৩, ১৪,১৫ তারিখ রাখা মুস্তাহাব।

➤ ‎আব্দুল্লাহ ইবনে আম্‌র ইবনে আ'স (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “প্রতি মাসে তিনটি করে রোযা রাখা, সারা বছর ধরে রোযা রাখার সমান।”

ফুটনোট: (সহীহুল বুখারী ১১৫৯, ১৯৭৫)

✪ রিয়াদুস সলেহিন, হাদিস নং ১২৬৮

✔ হাদিসের মান: সহিহ হাদিস

➤ আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, ‘আমার অন্তরঙ্গ বন্ধু (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে তিনটি কাজের অসিয়ত করেছেন; প্রত্যেক মাসে তিনটি করে রোযা পালন করা। চাশ্‌তের দু’ রাকআত নামায আদায় করা এবং নিদ্রা যাবার পূর্বে বিত্‌র নামায পড়া।’

ফুটনোট: (সহীহুল বুখারী ১১৭৮, ১৯৮১, মুসলিম ৭২১, তিরমিযী ৭৬০, নাসায়ী ১৬৭৭, ১৬৭৮, ২৪০৬, আবূ দাউদ ১৪৩২, আহমাদ ৭০৫৮, ৭১৪০, ৭৪০৯, ৭৪৬০, ৭৪৮৩, ৭৫৪১, ৭৬১৫, ৮০৪৪, ৯৬০০, ৯৯০৩, ১০১০৫, দারেমী ১৪৫৪, ১৭৪৫)

✪ রিয়াদুস সলেহিন-১২৬৬

✔ হাদিসের মান: সহিহ হাদিস।

➤ আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “আল্লাহ আয্যা অজাল্ল বলেন, “আদম সন্তানের প্রত্যেক আমল তার নিজের জন্য; তবে সিয়াম নয়, যেহেতু তা আমারই জন্য এবং আমি নিজেই তার প্রতিদান দেব।’ সিয়াম ঢাল স্বরূপ। [বুখারী ১৯০৪, মুসলিম ২৭৬২ হাদিস সম্ভার-১০৩২ মান: সহিহ]

➤ আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেন, “কিয়ামতের দিন সিয়াম এবং কুরআন বান্দার জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে, ‘হে আমার প্রতিপালক! আমি ওকে পানাহার ও যৌনকর্ম থেকে বিরত রেখেছিলাম। সুতরাং ওর ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ কর। আর কুরআন বলবে, ‘আমি ওকে রাত্রে নিদ্রা থেকে বিরত রেখেছিলাম। সুতরাং ওর ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ কর।’ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেন, “অতএব ওদের উভয়ের সুপারিশ গৃহীত হবে।” [আহমাদ ৬৬২৬, হাকেম ২০৩৬, হাদীস সম্ভার-১০৩৪ মান: সহিহ]

➤ আবু উমামাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আমি বললাম, ‘হে আল্লাহর রসূল! আমাকে কোন আমলের আজ্ঞা করুন।’ তিনি বললেন, সিয়াম রাখ, কারণ এর কোন তুলনাই নেই।’ পুনরায় আমি বললাম, হে আল্লাহর রসূল! আমাকে কোন আমলের আদেশ করুন।’ তিনিও পুনঃ ঐ কথাই বললেন, “তুমি সিয়াম রাখ, কারণ এর কোন তুলনাই নেই।’ [নাসাঈ ২২২৩, ইবনে খুযাইমাহ ১৮৯৩,হাদিস সম্ভার-১০৩৬ মান: সহিহ]

➤ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ জান্নাতের প্রাসাদগুলো এমন হবে যে, এর ভিতর থেকে বাইরের সবকিছু দেখা যাবে এবং বাইরে থেকে ভিতরের সবকিছু দেখা যাবে। এক বেদুঈন উঠে দাঁড়িয়ে প্রশ্ন করলো, হে আল্লাহ্‌র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)! এসব প্রসাদ কাদের জন্য? তিনি বললেনঃ যারা উত্তম ও সুমধুর কথা বলে, ক্ষুধার্তকে খাবার দেয়, প্রায়ই রোযা রাখে এবং লোকেরা রাতে ঘুমিয়ে থাকাবস্থায় জাগ্রত থেকে আল্লাহ্‌ তা'আলার জন্য নামায আদায় করে তাদের জন্য। [তিরমিজি-২৫২৭ মানঃ হাসান]

‎➤ আবূ যার্র (রাঃ) থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেন, “প্রত্যেক মাসে (নফল) সিয়াম পালন করলে (শুক্লপক্ষের) ১৩, ১৪ ও ১৫ তারীখে পালন করো।” 

✪জামে আত তিরমিযী ৭৬১

✪হাদিস সম্ভার, হাদিস নং ১০৯৭

✔ হাদিসের মান: সহিহ হাদিস

➤ মুআযাহ আদাভিয়্যাহ থেকে বর্ণিতঃ

তিনি আয়েশা (রাঃ) কে জিজ্ঞাসা করলেন, ‘আল্লাহর রসূল কি প্রতি মাসে তিনটি করে রোযা রাখতেন?’ তিনি বললেন, ‘হ্যাঁ।’ আমি বললাম, ‘মাসের কোন্‌ কোন্‌ দিনে রোযা রাখতেন?’ তিনি বললেন, ‘মাসের যে কোন দিনে রোযা রাখতে তিনি পরোয়া করতেন না।’

ফুটনোট: (মুসলিম ১১৬০, তিরমিযী ৭৬৩, আবূ দাউদ ৩৪৫৩, ইবনু মাজাহ ১৭০৯)

✪ রিয়াদুস সলেহিন-১২৬৯

➤ হাদিসের মান: সহিহ হাদিস

☞ একটি বিষয় না জানা থাকার কারণে আমরা মাসে ৩টি সিয়াম পালন করা ছেড়ে দিই। সেটি হলো আমরা মনে করি ১৩, ১৪, এবং ১৫ তারিখ এই ৩ দিন ব্যতিত রোজা রাখলে হবেনা। এটি ভুল ধারণা। এই ৩ দিন রোজা রাখা মুস্তাহাব। কিন্তু কেও যদি প্রতি আরবী মাসের যে কোন দিন ৩টি রোজা রাখে তাহলেই সে সারাবছর রোজার সওয়াব পাবে। এমন কি ভেঙে ভেঙেও রাখা যাবে। যেমন কেউ যদি ১ তারিখ ২০ তারিখ আর ২৬ তারিখ এভাবেও রাখে তবুও হবে। উপরের হাদীসে সেটি স্পষ্ট উল্লেখ করা আছে। আল্লাহ আমাদের এই আমলটি সহজ করে দিন। আমিন। তাও কারও বুঝতে সমস্যা হলে ইউটিউবে সার্চ করুন। বিজ্ঞ আলেমদের মতামত পেয়ে যাবেন। 

✪ কপি ও শেয়ার করুনঃ

➤ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘যে ব্যক্তি ভাল কাজের পথ দেখাবে, সে তার প্রতি আমলকারীর সমান নেকী পাবে।’’ ( সহীহ মুসলিম ৪৭৯৩, তিরমিযী ২৬৭১, আবূ দাউদ ৫১২৯)

➤রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)  বলেছেনঃ যে লোক সঠিক পথের দিকে ডাকে তার জন্য সে পথের অনুসারীদের প্রতিদানের সমান প্রতিদান রয়েছে। এতে তাদের প্রতিদান হতে সামান্য ঘাটতি হবে না--✪ সহীহ মুসলিম--৬৬৯৭ (✔ সহীহ)

Tags:

Post a Comment

[blogger][facebook][disqus]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget